বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর পৌর বিএনপি’র আহ্বায়ক এ এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পৌর বিএনপির সদস্য সচিব এ্যড.সাইদুর রহমান এই কমিটি ঘোষনা করেন। এ সময় বিএনপি নেতা শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,রিয়াজ উদ্দিন মোল্লা,মনির উদ্দিন মনি,ইউসুফ আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড.মোঃ সাইদুর রহমান জানান,গত ২৬ সেপ্টেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি অনুমোদন করা হয়। প্রতিটি কমিটি করা হয় ৭১ সদস্য বিশিষ্ট। ২৮ সেপ্টেম্বর এক সভায় এই কমিটি ঘোষনা করা হয়েছে।