উজানের ঢল ও টানা বৃষ্টিতে গত তিন দিন ধরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হলেও সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে পানি কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙনের।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯ টার তথ্য মতে, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি কমে বিপদসীমার ২৯.৫ সেঃমিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকার মোঃ আবদুল হাই বলেন, গত দুদিন ধরে তিস্তার পানি ঢুকে তিস্তার চরের বাদাম, সব্জি ও আমন ধান ক্ষেত তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে যাওয়ার কারণে সবজি ক্ষেতের ক্ষতি হলেও ধান ক্ষেতের তেমন ক্ষতি হবে না। তবে পানি কমার সাথে সাথে নদী ভাঙনের মুখে পড়েছি। তিস্তা নদীতে পানি বাড়লেও ভাঙে, কমলেও নদী ভাঙন শুরু হয়।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যানাবেক্ষনাগারের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় মাত্র ২ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২/৩দিনের মধ্যে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, তিস্তা নদীর গতিয়াশাম ও খিতাবখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের মুখে পড়ার খবর পেয়েছি।ওসব এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।