ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইসলামিক সংগঠন ও সর্বোস্তরের জনতার অংশগ্রহনে উপজেলা প্রশাসন মসজিদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা আলী আজম খান। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আবদুল মোমেন, সাবেক আমির রাশেদুল ইসলাম জুয়েল, উপজেলা ইমাম সমিতির সভাপতি প্রশাসন মসজিদের খতিব মুফতি মাওলানা আসাদুল্লাহ্ খান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আলীম, ইসলামিক আন্দোলনের সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক আবদুল মালেক, মাওলানা সোলায়মান রিয়াজি, মাওলানা আবদুল কাদের, হাফেজ মাওলানা আসলাম খান, মুফতি আশরাফ, মাওলানা আমানুল্লাহ্ খান, হাফেজ লিয়াকত আলী, ছাত্র সমন্বয়ক দেলদুয়ার প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।