কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে ৩০ সেপেম্বর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ধলডাঙ্গা বিওপি'র আওতাধীন কাজিয়ারচর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ গরু চোরাকারবারিকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ভারতীয় চোরাকারবারিদের সাথে যোগাযোগ করার ২ টি ভারতীয় সীমকার্ড ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত গরুচোরাকারবারিরা হল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের তারা মিয়ার পুত্র মাইদুল ইসলাম (৩২) ও মজিবর রহমানের পুত্র নাজমুল হক। আটককৃতদের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের পুর্বক থানায় হস্তান্তর করা হয়।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন জানান বিজিবি কর্তৃক আটককৃত গরু চোরাকারবারিদের সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।