সাপাহার উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী,সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সাপাহার উপজেলার সার্বিক সমস্যা সমাধন ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবদুল আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আলম, জামায়াতে ইসলামি বাংলাদেশ সাপাহার শাখার উপজেলা আমির মো: আবুল খায়ের তরুন,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক,তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান কল্লোল, শিক্ষকদের মধ্যে জবই সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.দুরুল হুদা, ইউপি চেয়ারম্যানদের মধ্যে পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাপাহার শাখার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আনছারী, আম আড়তদার ব্যবসা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, গনমাধ্যম কর্মীর পক্ষ থেকে সাপাহার প্রেসক্লাবের আহ্বায়ক কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন, ছাত্র আন্দোলন সসসাপাহার শাখার সম্বনয়ক মো: নাঈম হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।