কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। ঘটনাটি ঘটেছে, সোববার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশ্বে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে গাছেই ঝুলছিল। ঝুলন্ত অবস্থায় তিনি মারা যান। পরে আশেপাশের লোকজন গাছের উপর থেকে তাকে নিচে নামিয়ে নেয়। থানাহাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ সাইয়েদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।