ঝিনাইদহ কালীগঞ্জে কয়েকটি মাঠের প্রায় এক হাজার বিঘা জমির ধানের চারা সাতদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। ধানের চারা গুলো ডুবে থাকায় অনেকটা ক্ষতির মুখে এলাকার কয়েকশকৃষক। খোঁজনিয়েজানাগেছে,কয়েকদিনধরেটানাবৃষ্টিতে গড়িয়ালা,চেউনিয়া,খেদাপাড়া দোকানঘর এলাকার মাঠের প্রায় এক হাজার বিঘা জমির ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে। কিন্তু বৃষ্টি শুরুর পর থেকে এলাকার মাঠের পানি নামতে পারেনি যে কারণে মাঠের ধান পচে গেছে।
রোববার সকালে বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, মাঠ গুলো পানিতে তলিয়ে আছে। ধানের চারা দেখা যাচ্ছে না। বিলগুলো দেখতে অনেকটা বড় নদীর মতো মনে হচ্ছে।প্রায় ৭ দিন ধরে পানির নিচে জমির ধান ক্ষেত ডুবে রয়েছে। পানি বের হওয়ার কোন প্রবেশ লাইন নেই। চেউনিয়া গ্রামের শিক্ষক মেহেদি হাছান বলেন, তিনি ২ বিঘা জমিতে ধান রোপন করেছিলেন, তা পানিতে তলিয়ে গেছে। এভাবে পর পর ৩ বার তলিয়ে গেছে, উমর আলীর২ বিঘা জমিতে ধান রোপন করেছেন ২ বার, লবাবিশ্বাসের ৩ বিঘা জমিতে ৫ বার ডুবে গেছে, আবু বক্কর আলীর ২ বিঘা জমিতে ২ বার এভাবে প্রায় শতাধিক কৃষকের এক হাজারের ও বেশি জুমতে এভাবে ২ বার ৩ বার করে ভারি বৃষ্টিতে ধান ডুবে পচে গেছে। এবার আর তারা নতুন করে ধান রোপনের কোন সুযোগ না পেয়ে হতাশ হয়ে পেড়েছে। সর্বশেষ ৭ দিন ধরে পানির নিচে প্রায় ১ হাজার বিঘা জমির ধান তলিয়ে পচে যাচ্ছে। কিন্তু মাঠ পর্যায়ের কৃষি অফিসারদের এ বিষয়ে কোন নেকনজর নেই।কৃষকরা বলছেন এই মাঠে চারা ডুবে ধান রক্ষা করার কোন উপায় নেই। এ মাঠে রয়েছে প্রায় অর্ধশত মাছ চাষের পুকুর।
এই মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে না পারলে ভেস্তে যাবে হাজারো কৃষকের স্বপ্ন। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান ভুক্তভোগী কৃষকেরা। এ মাঠের মধ্যে মৎস্য চাষ করার জন্য বড় বড় টুকুর করে দেওয়া হয়েছে বড় বড় বাঁধ ফলে পানি বের হওয়া কোন প্রবেশ পথ নেই। মৎস্য চাষিরা বানিজ্যি ভিত্তিতে মাছ চাষ করছে কয়েক বছর ধোরে। এসব পুকুর কাটতে সরকারি কোন অনুমোদন নেয়নি কেউ।এলাকায় পুকুর কেটে মাছ চাষ করে যাচ্ছে,বেশির ভাগ জমিতে চাষ করা হয়েছে বোরা ধান। কিন্তু বৃষ্টির পানিতে মাঠের অনেক ধান পানিতে তলিয়ে রয়েছে। একদিকে মাছের পুকুর অন্যদিকে ভারি বর্ষনের কারণে ধানের আবাদ করা কঠিন হয়ে পড়েছে। ধান ক্ষে তলিয়ে যাওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে এলাকার কৃষকদের। অন্য জমিতে বছরে চার থেকে পাঁচটি ফসল চাষ করা গেলেও বঞ্চিত হচ্ছেন এই ৪ গ্রামের প্রায ১ হাজার জমিতে থাকা ধানক্ষেত।সরকারি উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে খাদ্য উৎপাদনে সরকারকে পাশে থাকার আহ্বান জানান ভুক্তভোগী কৃষকেরা। বিশেষ করে ঐ এলাকার উপসহকারি কৃষি অফিসার আবু জাহিদ কখর এলাকায় আসে না এলাকার কৃষকরা কেউ তাকে চেনে না। ফলে কৃষকরা তাদের সুবিধা অসুবিধার কোন কিছুই তার কাছে অবগত করতে পারে না।্
গত ৭দিন অব্যাহত ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন মাছের পুকুরের কারণে ৪ গ্রামের প্রায ১ হাজার জমির ধান এখাবে তালিয়ে পচে যাচ্ছে। এর আগেও এভাবে কৃষকদের ধানের জমি পানিতে তলিয়ে থাকায় অনেকে ২ থেকে ৫ বার করে রোপন করেছে। কিন্তু নতুন করে রোপন করার কোন সুয়োগ নেউ বলে তারা হতাশ হয়ে পড়েছে। অনেকে রয়েছে ্সব জমির ধানে তাদের সংসার চলে কিন্তু এবার সেসব কৃষকদের মাথায় হাত উঠেছে। পানি নেমে গিয়ে ধানের গাছ গজিয়ে উঠবে এমন কোন সুয়োগ নেই বলে আবাদকারী কৃষকরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হলেন। কৃষকরা বলছেন প্রতিটা ধান গাছে থোড় বা অনেক গাছে বাইল বের হয়েছিল। এ মাঠে রয়েছে এইট ডিপটয়েল পাম্প, ৯ টি মটর ও ১২ টি স্যালা মেশিন। এ মাঠের পানি বৃদ্ধি পেশে পার্শবতি কাজলি বিলে পানি চোলে যেত কিন্তু এখন মাছের পুকুরের কারণে পানি বের হতে পারে না।