জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও এহাজারভূক্ত ৩ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন হাওলাদারসহ এজাহারভুক্ত আরো তিন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল চীফ জুডিশিয়াল আদালতের জিআরও এএসআই কাইউম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোববার শেষকার্যদিবসে উল্লিখিত আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক মাহফুজুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। জেল হাজতে প্রেরন করা আসামিরা হলেন-সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, রাসেল হাওলাদার, জাহিদ হোসেন ও তরুন।
উল্লেখ্য, মাছের ঘের নিয়ে বিরোধের জেরধরে গত ২৪ আগস্ট দিবাগত রাত ১০টার দিকে সাতলা বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে কুপিয় হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা খানম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে সিলেট থেকে র্যাব সদস্যরা আটক করেন। পরবর্তীতে তিনি ১৬৪ ধারায় আদালতে হত্যাকান্ডের সাথে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার জড়িত ছিলেন বলে জবান বন্দি দিয়েছেন।