দিনাজপুরের চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মাহমুদুল হক, স্যানেটারী ইন্সপেক্টর মনজিল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সেমিনারে সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।