ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৯টি প্রতিষ্ঠান পেল উপজেলা ক্রীড়া সংস্থার খেলার সামগ্রি। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্পোর্টিং ক্লাব, বিভিন্ন একাডেমি ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত কয়েক দিনে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধির হাতে এই সামগ্রি তুলে দিচ্ছেন সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এস.এম ফরিদ। নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে খেলার সামগ্রি প্রদানের ব্যবস্থা করা হয়। সামগ্রির মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল ও নেট। শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের খেলাধূলায় মনোযোগি করতে বিনা মূল্যে ২টি/৩টি/৪টি করে খেলার সামগ্রি প্রদান করছেন ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে সরাইল মহিলা কলেজ, মিতালী সমাজ কল্যাণ সমিতি, কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়, কাকলী স্পোর্টিং ক্লাব, উত্তর কুট্রাপাড়া যুব সংঘ, অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব ও সৈয়দটুলা যুব সংঘের প্রতিনিধিদের হাতে খেলার সামগ্রি তুলে দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, ইউপি সদস্য মো. সুরূজ মিয়া ও সরাইলের এক সময়ের তারকা ফুটবলার মো. আবুল কাশেম।