দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র গ্রেপ্তার এড়াতে আত্বগোপনে রয়েছেন বলে, জানা গেছে ইউনিয়ন পরিষদে গিয়ে। সোমবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায় নি। উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান জানান, পরিষদে চেয়ারম্যান না থাকায় কাজকর্ম ব্যহত হচ্ছে। দুর-দূরান্ত থেকে লোকজন প্রত্যয়ন, জন্ম-মৃত্যুর সনদ, ওয়ারিশনসহ বিভিন্ন প্রত্যয়নে চেয়ারম্যান না থাকায় প্রত্যয়ন পাঁচ্ছে না লোকজন।
কাহারোল থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তরকন্দা গ্রামের রাখাল চন্দ্র রায়ের পুত্র তপু চন্দ্র রায় গত ১১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি গত ১২/০৯/২০২৪ ইং তারিখে স্মারক নং-৬৫১, কাহারোল থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করতে বলেন। কাহারোল থানায় গত ১৬/০৯/২০২৪ ইং তারিখে ১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় কাহারোল থানায় ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ ৮ জনকে আসামি করা হয়। কাহারোল থানার মামলা নং-০৮। তারিখ: ১৬/০৯/২০২৪ ইং মামলার দুইদিন পর হতে ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে জান না বলে জানিয়েছেন ইউপি সচিব। সোমবার ইউপি চেয়ারম্যান এর মোবাইল নাম্বারে বারবার যোগাযোগ করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবুল কুমার রায়। মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্ঠা অব্যহত রয়েছে। এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, চেয়ারম্যান আত্বগোপনে আছে কিনা আমার জানা নেই। তবে কাজকর্ম স্বাভাবিক হচ্ছে।