চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পল্লী বিদ্যুতের ভোগান্তিতে অস্থির হয়ে মানবেতর জীবনযাপন করছেন গ্রাহকরা। দিন যায় মাস আসে তবুও যেন বিদ্যুৎ বিভাগের কোন অগ্রগতি নেই। প্রতিনিয়ত লোডশেডিং নামে গ্রাহকদেরকে হয়রানি করা হচ্ছে। প্রতিকারের কোন রেশমাত্র নেই বলে চলে। চন্দনাইশ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সূত্র মতে প্রায় ৭১হাজার গ্রাহক রয়েছে। আর এসব গ্রাহকরা টিকমত পাঁচ্ছেন না বিদ্যুৎ। রাতে দিনে সমান তালে চলছে লোডশেডিং নামে গ্রাহক হয়রানি। কখন আসে আর চলে যায় তার কোন হদিস নেই। অথচ বিল হচ্ছে দ্বিগুন। মানুষ দিনভর হাড়ভাঙ্গা কাটুনি করে বাড়ি ফিরে এসে একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছে না। বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র কিংবা জোনাল অফিসের ডিজিএমের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে বিদ্যুৎ গ্রীড সরবরাহ সমস্যা বা গাছ-বাশঁ কাটা এবং তার ছিড়ে যাওয়া কথাটা যেন তাদের নিত্যদিনের রুটিন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিহীন অবস্থায় অভিযোগ কেন্দ্র বা ডিজিএমের সাথে বারবার চেষ্টা করেও কোন সংযোগ পাওয়া যায় না বলে বিভিন্ন গ্রাহকদের অভিযোগ উঠেছে। সূত্রমতে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়াস্থ পল্লী বিদ্যুতের ডিজি এম আবু সুফিয়ানের অবহেলা বা দায়িত্বহীনতার কারণে গ্রাহকদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ডিজিএম আবু সুফিয়ান বলেছেন,এলাকার চাহিদা মতে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং করা হচ্ছে।