রোববার দিবাগত রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার১২২নং ঠাকুর মালীথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ণয় কান্তি মজুমদার জানান, সোমবার সকালে লোক মুখে শুনতে পায় বিদ্যালয়ের শিক্ষক রুমের তালা ভাঙ্গা। বিদ্যালয়ে এসে দেখতে পাই কয়েকটি রুমের তালা ভেঙ্গে ৪টা ফ্যান, নগদ টাকা শিক্ষার্থীদের খেলনা ও প্রয়োজনীয় কাগজপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি আপনার কাছ থেকে জানতে পারলাম ঠাকুর মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।