“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ”এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কন্যা শিশুদের নিয়ে কেক কেটে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূঁইয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,নাসিরনগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন ভূইয়া,নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দাস,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,সাংবাদিক এসএম বদিউল আশরাফ মুরাদ মৃর্ধা,শিক্ষার্থী ঝুমা আক্তার প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা,সাংবাদিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা,তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।