গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শান্তিপুর্ন ভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনে সহযোগিতা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা বিআরডিবি অফিসের সভাকক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার, জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির আমীর মাওলানা মোঃ ফরহাদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যুবরাজ প্রধান, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র পাল। সভায় উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬১টি পূজাম-পে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।