“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আরিফ আদনান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা একেএম ওলিউল ইসলাম, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।