নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।
চলমান বন্যায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩৭০টি বানভাসি পরিবারের মাঝে রোববার সন্ধায় নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশে উপজেলা ছাত্রদলের উদ্যেগে বিভিন্ন শুকনো খাবার বিতরন করা হয়।
এ সময় নীলফামারী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আকিক, যুগ্ন আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল মিঠু, মোসলেম উদ্দিন, ডিমলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল ইসলাম, রাসেল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, টেপাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক ইয়াসিন আলী, সাধারন সম্পাদক ইউসুফ আলী, টেপাখড়িবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।