ভালুকায় উপজেলার মাস্টারবাড়ী ক্রাউন ওয়ার্স পোষাক কারাখানার নির্মানাধীন পাঁচঁতলা ভবনের লিফটের গর্ত থেকে দুই দিন পর সাদ্দাম হোসেন (২০) নামের এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিডিও তথ্য চিত্র পাঠিয়েছেন ভালুকা থেকে আলমগীর হোসেন ভালুকা,প্রতিনিধি। ২৯ সেপ্টেম্বর রোববার রাত ৯টায় নির্মানাধীন ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন একই কারখানায় দির্ঘ দিন ধরে চাকুরী করে আসছেন। নিহতের ভাই সেলিম জানান, গত বৃহস্প্রতিবার কাজ শেষে সাদ্দাম বাসায় ফিরেনি। খোজাখুজির পর ভালুকা থানায় জিডি করা হয়। জিডির সুত্র ধরে পুলিশ মোবাইল টেকিং করে এবং সাদ্দামের মোবাইল ওই পোষাক কারখানায় দেখায়। রোববার দিন ভবনে শ্রমিকরা কাজ করতে গেলে র্দুগ্ধ বেড়িয়ে আসে। পরে ওই ভবনের নিমানাধীন লিফটের গর্ত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কারখানার জিএম নাঈম আহাম্মেদ জানান,সাদ্দাম হোসেন তার কারখানার গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে চাকুরী করতেন। শ্রমিকরা অবসর সময় ধুমপান করার জন্য নির্মানাধীর ভবনের চারতলা যেতো। কি ভাবে চারতলা থেকে লিফটের গর্তে পড়ে গেছে বলা যাচ্ছে না। ভালুকা মডেল থানার পরিদর্শক হুমায়ন কবির জানান,লাশ উদ্ধার করা হয়েছে। সকালে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যা না অন্য কোন ঘটনা তদন্ত করে বলা যাবে। তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।