নীলফামারীর সৈয়দপুরে নবাগত পৌর প্রশাসকের সাথে এক মতবিনিময়ে মিলিত হয় শহর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ২৯ সেপ্টেম্বর পৌর পরিষদ কার্যালয়ে নবাগত পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর - ই - আলন সিদ্দিকীর হাতে ফুলের তোরা উপহার দিয়ে জামায়াত নেতৃবৃন্দ অভিনন্দন জানান। পরে সেখানে তাদের সাথে এক মতবিনিময় করেন পৌর প্রশাসক।
এ সময় পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আবদুল মুনতাকিম,শহর আমীর মো.শরফুদ্দিন খান,সেক্রেটারি মাওলানা মো. ওয়াজেদ আলীসহ অনেকে।
এ সময় জামায়াতে ইসলামি বাংলাদেশ সৈয়দপুর পৌর শাখার ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী পৌরসভার স্বাভাবিক কার্যক্রমের জন্য জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় পৌর প্রশাসককে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন জামায়াত নেতৃবৃন্দ।