আশাশুনি-কোলাঘোলা মেইন সড়ক ছিদ্র করে অবৈধ পাইপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সরজমিন দেখতে রোববার ঘটনাস্থলে যান উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
সড়ক ও জনপথ বিভাগের অধীন সড়কটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। শ্রীউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সড়ক ছিদ্র করে অবৈধভাবে পাইপ বসিয়ে অপর পাশে (পূর্ব) পানি দেওয়ায় ইউপি সদস্য আক্তার হোসেনের মৎস্য ঘেরসহ এলাকা একাকার হয়ে যাচ্ছে। ফলে সমস্যার সৃ্ষ্িট হলে বিষয়টি উপজেলা বিএনপি ও জামাত নের্তৃবৃন্দের কাছে পৌছায়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ জানান, শনিবার উপজেলা জামাত কার্যালয়ে অন্য একটি বিষয় নিয়ে বসাবসির সময় বিষয়টি উঠলে রোববার সরজমিন দেখার সিদ্ধান্ত হয়। রোববার সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ, যুগ্ম আহ্বায়ক আঃ আলিম সরজমিন গেলে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা ও সবকিছু দেখার পর বেরিয়ে আসে যে, রাস্তার দুপাশে সরকারি জমি ও পয়ঃ নিস্কাশনের ক্যানেল ব্যবস্থা ছিল। পশ্চিম পাশের ক্যানেল ঘরবাড়ি ও অন্যভাবে দখল করে নেওয়ায় ক্যানেল বন্ধ হয়ে গেছে। অপর পাশে (পূর্ব পাশে) বিগত সরকারের আমলে সরকারি ভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের জন্য মাটি ভরাট করলে ক্যানেল বন্ধ হয়ে যায়।তারপরও অবৈধভাবে সড়ক ছিদ্র করে পাইপ বসিয়ে পশ্চিম পাশের পানি পূর্বপাশে দেয়া হলে সমস্যার সৃষ্টি হয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দেই পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপ বসানো হবে। এজন্য ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ১ লক্ষ টাকা এবং পশ্চিম পাশের দুর্ভোগে থাকা পরিবারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ব্যয় বহন করবে। বিএনপি সিদ্ধান্ত মেনে নিলেও অপর পক্ষ টাকা দিতে অস্বীকার করে। তখন সিদ্ধান্ত গৃহীত হয় যে, পশ্চিম পাশেন পানি পশ্চিম পাশের ক্যানেল বের করে এবং পূর্ব পাশের পানি তারা বিকল্প পন্থায় নিস্কাশনের ব্যবস্থা করবে। কোন ক্রমে এক পাশের পানি অন্য পাশে দেয়া যাবেনা এবং অবৈধ পাইপ ব্যবহার করা যাবেনা।
এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে চার চার বারের নির্বাচিত মেম্বর আত্তার হোসেনের কাছে পরাজিত মফিজুল ইসলাম মেম্বারকে আর্থিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসাবে রাস্তা ছিদ্র করে পশ্চিম পাশের পানি পূর্ব পাশে দিয়ে এলাকাকে একাকার করে দেওয়ার পাশাপাশি মেম্বারকে আর্থিক ক্ষতিগ্রস্ত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্নের পায়তারা চালাচ্ছের বলে অভিযোগ পাওয়া গেছে।