শৈশব থেকেই রণবীরকে পছন্দ করতেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংবাদমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে রণবীরকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণও হয়েছে। অনেক দিন সম্পর্কে থেকে মনের মানুষকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের পর নাকি স্বামীর পছন্দমতো নিজের মধ্যেও বদল এনেছেন তিনি। বিয়ের দুই বছর পরও সেই প্রেমে ভাঁটা পড়েনি। তাই রণবীরের জন্মদিনে একগুচ্ছ ভালোবাসায় মাখা ছবি শেয়ার করে নিলেন আলিয়া ভাট। এদিকে স্বভাবে ধীরস্থির রণবীর। তার সৌম্য চেহারার জন্যই আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি। নিজের জন্মদিন নিয়ে তেমন হইচই পছন্দ নয় রণবীর কাপুরের। কিন্তু স্ত্রী-কন্যার পাল্লায় পড়ে জন্মদিনে মাতলেন এ অভিনেতা। গত শনিবার ৪২ বছরে পা রাখলেন রণবীর কাপুর। এদিন অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় মুড়িয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট। সঙ্গ দিল তাদের একমাত্র সন্তান রাহা কাপুর। কোথাও দেখা যাচ্ছে রণবীরের বাহুলগ্না আলিয়া, কোথাও বা ছোট্ট রাহাকে মাঝে নিয়ে পরস্পরকে আলিঙ্গন করছেন তারা। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-মাঝে মধ্যে এমন বিরাট একটা আলিঙ্গনেরই দরকার পড়ে। তা হলেই জীবনকে ভালোভাবে অনুভব করা যায়। শুভ জন্মদিন প্রিয়। উল্লেখ্য, রণবীর-আলিয়ার এ ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন রণবীর ও আলিয়া। সেদিনই একপ্রকার সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর দীর্ঘ দিন ধরে একত্রবাস করেন এ তারকা দম্পতি। ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।