প্রশাসক হিসেবে চৌমুহনী পৌরসভায় প্রথম বৈঠক করেছে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
তিনি পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা সাথে পরিচিত হন।
এ সময় ইউএনও সকলের উদ্দেশ্যে বলেন কার কি কাজ এবং কাজ, সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তা জানতে চান।
রোববার দুপুরে চৌমুহনী পৌরসভার কার্যক্রম নিয়ে প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভায় প্রথম বৈঠক করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন যার যে দায়িত্ব সঠিকভাবে তা পালন করতে হবে দায়িত্বের বেলায় কোন অবহেলা মেনে নেওয়া হবে না।
চৌমুনী বাজারের বিভিন্ন সড়ক ও খালে ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেনেজ ব্যবস্থা বন্ধসহপানি নামতে বাধা সৃষ্টি করছে তা চিহ্নিত করার জন্য দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেন।
আগামী মঙ্গলবার চৌমুহনী পৌরসভার সকল কার্যক্রম নিয়ে পৌর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন সহ সকলকে নিয়ে আলোচনা সভা বলে সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরো বলেন, বিশেষ করে চৌমুহনি বাজারের যানজট পানি নিষ্কাশন সহ উল্লেখযোগ্য বিষয় এই বৈঠকে স্থান পাবে।