মুলাদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পরাগ শাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটিরিনারী সার্জন মো. নজরুল ইসলাম, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মহসীন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন রেজা, সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল আহসান, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মো. মন্টু বিশ্বাস, প্রেসক্লাবের সহসভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা।