মুলাদীতে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় সফিপুর ইউনিয়নের শেরেবাংলা বাজার নোমরহাটে ওই ইউনিয়নের ৫৬৩জন দরিদ্রকে ৬০ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান, সফিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিব মো. মামুন হোসেন, সফিপুর ইউপি সদস্য আলী হোসেন সোহাগ, উপজেলা বিএনপির সদস্য মজনু মুন্সী, মো. নাসির উদ্দীন, সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদার, নিপু চৌধুরী, যুবদল নেতা এসএম কলিমুল্লাহ প্রমুখ।