মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে জেলার উজিরপুর উপজেলা পরিষদের সামনে মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি উজিরপুর শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকির, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, এম জাকারিয়া সহ অন্যান্যরা। এ সময় বক্তারা ৯নং সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলকে বীর উত্তম উপাধীতে ভূষিত করার দাবী সহ বরিশাল বিমানবন্দর, উজিরপুর-সাতলা সড়ক মেজর এম এ জলিলের নামে নামকরণের দাবী জানান। শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের মাধ্যমে বর্তমান অন্তর্বতীকালীণ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।