জেলার উজিরপুরে বিদেশি পিস্তলসহ মোঃ তুষার মাহমুদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা উপজেলা ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার আবদুল জলিল বালীর ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে থানায় অস্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর মিডিয়া সেলে মেজর সোহেল রানা’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, রোববার ভোর পাঁচটার দিকে র্যাবের একটি চৌকস দল উজিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ হেফাজতে থাকা স্পেনের তৈরি ৪.৫ ক্যালিবারের অত্যাধুনিক পিস্তলসহ তুষার মাহমুদ নামের যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ইতিপূর্বেও ধর্ষণ মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।