ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম। রোববার বেলা সাড়ে এগারটার দিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ আইন-শৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পরে কড়া নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন।
পদত্যাগী পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, আমি বরিশালের সন্তান আমি। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে। তবে পরিচালকের পদে এখন থেকে আমি আর থাকবো না। এরআগে সকাল দশটায় আন্দোলনরতরা প্রথমে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর পরিচালকের কার্যালয় ঘেরাও করেন বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন-শৃংখলা বাহিনী মোতায়েনের পাশাপাশি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সরকার পতনের পূর্বে গত ৩ আগস্ট পরিচালক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা স্বৈরাচারের পক্ষে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। মেডিকেলের সব টেন্ডার নিয়ন্ত্রণ, টাকা লুটপাট করা, সৎ যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানিসহ পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ের কর্মকান্ডের জন্য আগেই তার পদত্যাগ করা উচিত ছিলো। হাসপাতালের প্রত্যেক ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি করে চিকিৎসা ব্যবস্থা বাণিজ্যমুখী করেছেন তিনি। শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শেবাচিমের পরিচালক পদে সাধারণত দুই বছর করে দায়িত্ব পালন করেন নিযুক্ত পরিচালকরা। কিন্তু পরিচালক সাইফুল ইসলাম বিগত তিন বছর যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।
অপরদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। ফলে রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যদিও জরুরি বিভাগ ও জরুরি সেবা তাদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে।