দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গাজী পাড়া নিবাসী গাজী মোঃ সিরাজুল ইসলামের জেষ্ঠ পুত্র গাজী মোঃ মেহেদী হাচান ফিরোজের গুমের প্রতিকার চেয়ে সাংবাদিক সন্মেলন করেছেন ছোট ভাই গাজী মনিরুল ইসলাম।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বড় ভাই গুমের শিকার গাজী মোঃ ফিরোজের গুমের প্রতিকার চেয়ে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করেছেন ছোট ভাই দিঘলিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। সাংবাদিকদের সামনে তিনি তার লিখিত বক্তব্য পেশ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী। আমার পিতা গাজী মোঃ সিরাজুল ইসলাম সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা রকম অত্যাচার আমাদের ওপর নেমে আসে। আমার বড় ভাই গাজী মোঃ মেহেদী হাচান ফিরোজকে গুম করে। আমার মেজো ভাই শ্রমিকদল নেতা গাজী এনামুল হাচান মাসুমের বিরুদ্ধে ১০ টি মামলা দিয়েছে আওয়ামী ফ্যাসীস্ট সরকারের অনুসারীরা। আমি দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দায়ের করেছে ১২টি। আমার ছোট ভাই গাজী মোঃ রেজাউল ইসলাম খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ৮ টি রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের হয়েছে। আমার আর এক ছোট ভাই গাজী রবিউল ইসলাম সবুজ। সে দিঘলিয়া ছাত্রদলের সক্রীয় সদস্য। তার বিরুদ্ধেও ৫ টি মিথ্যা রাজনৈতিক মামলা দিয়েছে ফ্যাসীস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
তিনি আরও জানান, আমার বড় ভাই গাজী মোঃ মেহেদী হাচান ফিরোজ ও তার বন্ধু লাখোহাটি গ্রামের আফজাল হোসেন তার খুলনার নিরালা মুসলমানপাড়ার নিজ বাসা থেকে তার মোটর সাইকেল নিয়ে গত ১১/১০/২০১০ ইং তারিখে বাগেরহাটের উদ্দেশ্যে রওয়ানা হন। তাতে তার সাথে যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে খুলনা র ্যাব-৬ এ যোগাযোগ করলে জানতে পারে তাদের হেফাজতে বর্ণনামতের দুইজন আছে। তারা গেটে গিয়ে জানালে একজন ভেতরে গিয়ে এসে জানায়, দুইজন ছিল ছেড়ে দেওয়া হয়েছে। পরে খুলনা থানায় জিডি করা হয়। জিডি নং ৬০৬ তাং ১২/১০/২০১০। আমার বড় ভাই গুম হওয়ার প্রায় ১৪ বছর পার হলেও ভাইয়ের কোনো সন্ধান পাইনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অনেক লোক স্বজনের কাছে ফিরে আসছে। কিন্তু আমার ভাইকে আমরা ফিরে পাওয়ার আসায় সাংবাদিকদের দারস্থ হয়েছি। আমার ভাইয়ের ফিরে আসার প্রহর গুনতে গুনতে আমার মা জননী দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। আমার পিতাও আজ বৃদ্ধ। আপনাদের লেখনির মাধ্যমে যদি আমার হারানো ভাইকে ফিরে পাই এই আশায় আজকের সাংবাদিক সন্মেলন।