ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোর মুখ দেখলো না অগ্রাধিকার প্রকল্পণ্ড৩। ভাটি এলাকা পাকশিমুল ইউনিয়নের ৪-৫ গ্রামের লক্ষাধিক মানুষের আশা ও স্বপ্ন ধূঁলোয় মিশে যাচ্ছে ঠিকাদারের কারিশমায়। উল্টো বাড়ল মানুষের দূর্ভোগ ও ভুগান্তি। দুটি গ্রামীণ সড়ক উন্নয়নে সরকার বরাদ্ধ দিয়েছিল ১৬ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ১৮২ টাকা। লেসে কাজটি বাগিয়ে নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এড. আবদুল হামিদের ভাগিনা পরিচয়ের দাপুটে ঠিকাদার মো. নুরূল ইসলাম সরকার। তার প্রতিষ্ঠান ‘আইবিআর জেভী সরকার সি’। গত জুনে কাজটি শেষ করার থাকলেও স্থানীয়দের মতে ৪০ ভাগ কাজও হয়নি। অনিয়ম আর নিম্নমানের সামগ্রি ব্যবহারের প্রতিবাদ করলেই স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ লোকজনকে দেয়া হতো মামলার হুমকি। পানির নীচে হাঁটার অনুপযোগী সড়কে প্রকৌশলীর দৃষ্টিতে ৭০ ভাগ আর ঠিকাদার বলছেন ৮০ ভাগ কাজ হয়েছে। অথচ কিছু পাতি নেতা ও স্থানীয় এলজিইডি অফিসকে ম্যানেজ করে নুরূ নিয়ে গেছেন ১২ কোটি ৭০ লাখ ৯৩ হাজার টাকা। গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার নুরূ। গরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)। স্বশরীরে আর দেখা মিলছে না ওই ঠিকাদারের। ৩০ ভাগ কাজ বাকির খবর দিয়ে প্রকল্প দুটি থেকে ঠিকাদার মোট কত টাকা নিয়েছেন তা ফাইল দেখে বলতে হবে জানিয়েছেন তদারকি কর্মকর্তা। ওদিকে ভাঙ্গা ছোঁড়া সড়ক, কাঁদা পানি, ধূঁলো বালি দিয়ে হাঁটছে আর চোখের জল ছাড়ছেন পরমানন্দপুর, ফতেহপুর, বড়-ইছাড়া হরিপুরের লক্ষাধিক নারী পুরূষ।
সরজমিন অনুসন্ধান, উপজেলা এলজিইডি অফিস ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার ওই ৪-৫ গ্রামের মানুষের পায়ে হাঁটা ও যানবাহনে চলাচলের সড়ক নেই শতাধিক বছর ধরে। ফলে কাঁদা পানি ধূঁলো বালির সাথে যুদ্ধ করেই তাদের জীবন-যাপন করতে হচ্ছে। বর্ষায় গ্রাম তিনটি ধারণ করে দ্বীপের আকার। তাই শুষ্ক মৌসুমে পায়ে হাঁটা আর বর্ষায় তাদের ভরসা নৌকা। যথোপযুক্ত গ্রামীণ সড়ক না থাকায় বিয়েশাদী ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার বড় ধরণের ক্ষতি হচ্ছে। দীর্ঘ সময় চেষ্টার ফলে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরূত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পণ্ড৩’ এর আওতায় ওই জনপদে ‘পরমানন্দপুর থেকে ভূঁইশ্বর বাজার রোড উন্নয়ন’ প্রকল্প অনুমোদন পায়। ৩.৪ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৯ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৯৯০ টাকা। এ প্রকল্পের টেন্ডার আইডি নং-৭৮১৬৭১। টেন্ডারে অংশগ্রহণ করে লেস দিয়ে কাজটি বাগিয়ে নেন রাষ্ট্রপতির ভাগিনা পরিচয়ের ঠিকাদার কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম এলাকার নুরূর ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আইবিআর জেভী সরকার সি’। চুক্তি মূল্য দাঁড়ায় ৮ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ২৮১ টাকা। কাজ পাওয়া ও নিজের লাভের জন্য চতুর ঠিকাদার কাজ পাওয়ার আগেই লেস দিয়ে গ্রামীণ উন্নয়নের ৭৪ লাখেরও অধিক টাকা গায়েব করে ফেলেন। একই প্রকল্পের আওতায় ‘ফতেহপুর থেকে বড়-ইছাড়া রাস্তার উন্নয়ন’ নামে ২.৭ কিলোমিটার আরেকটি অনুমোদিত প্রকল্পের কাজও লেস দিয়ে বাগিয়ে নেন ঠিকাদার নুরূ। যার টেন্ডার নং-৭৮১৬৭০। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ৭১ লাখ ৭০ হাজার ১৯২ টাকা। ঠিকাদার লেস দেওয়ায় চুক্তি মূল্য দাঁড়ায় ৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭২২ টাকা। এখানেও জনগণের ভাগ্য থেকে কাজ শুরূর আগেই গায়েব হয় ৫৮ লাখ ৭৪ হাজার ৪৭০ টাকা। কার্যাদেশ অনুযায়ী উভয় প্রকল্পের কাজ শুরূ হয়েছে ২০২৩ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল। কাজ ২টি শেষ করার কথা ২০২৪ খ্রিষ্টাব্দের ২৩ জুনের মধ্যে। কিন্তু সময় শেষ হওয়ার পর আরো ৩ মাস পেরিয়ে গেলেও প্রকল্প ২টির কোনটিরই ৩০ ভাগ কাজও সম্পন্ন হয়নি। রাস্তার সাবেক স্তর থেকে মাটি ফেলে ৩ মিটার উঁচু করে দুই পাশে খুঁটির সহায়তায় প্রটেকটিভ দেওয়াল নির্মাণ করা। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্লক বসানোর কথা রয়েছে। সবশেষে এইচবিবি বসানো হবে। কিন্তু রাস্তাটির চেহারা অনেকটা আগের মতই আছে। কেটে ছিটে ভেঙ্গে ছুড়ে কাঁদা পানিতে একাকার হয়ে সেখানকার বাসিন্দারা সীমাহীন দূর্ভোগ ও কষ্টের মধ্যে পড়েছেন। একাধিক জায়গায় সড়কের মাঝখানে গভীর খাদ। কোথাও সড়কের দু’পাশ বৃষ্টির তোড়ে পানিতে বিলীন। এখনো বাকী ৭০ ভাগেরও অধিক পরিমান কাজ। অথচ রাষ্ট্রপতির নাম ভাঙ্গিয়ে চতুর ঠিকাদার উপজেলা ও গ্রামের কতিপয় নেতা আর সরাইল এলজিইডি অফিসকে ম্যানেজ করে ১২ কোটি ৭০ লাখ ৯৩ হাজার উত্তোলন করে ফেলেছেন। অফিস রেকর্ড অনুসারে ৭৮১৬৭১ নং টেন্ডারের কাজের বিপরীতে ঠিকাদার ১৯.০৬.২০২৩ খ্রি. তারিখে ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার একশত টাকা, ১১.০৭.২০২৩ খ্রি. তারিখে ২ কোটি ৪৯ লাখ টাকা, ০৯.০৮.২০২৩ খ্রি. তারিখে ১ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা, ১৬.০৮.২০২৩ খ্রি. তারিখে ১ কোটি ৭৫ লাখ টাকা ও ০৫.০২.২০২৪ খ্রি. তারিখে ৮৯ লাখ টাকা উত্তোলন করেছেন। এই প্রকল্প থেকে ৫ বারে মোট ৭ কোটি ৭৮ লাখ ১৩ হাজার নিয়ে গেছেন। অবশিষ্ট আছে মাত্র ৯১ লাখ ৩৭ হাজার ২৮১ টাকা। কাজ বাকি আছে ৭০ ভাগেরও বেশী। ৭৮১৬৭০ নং টেন্ডারের কাজের বিপরীতে ০৫.০৬.২০২৩ খ্রি. তারিখে ২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা, ০৯.০৮.২০২৩ খ্রি. তারিখে ২ কোটি ৩ লাখ টাকা ও ০৭.০২.২০২৪ খ্রি. তারিখে ৮৮ লাখ টাকা উত্তোলন করেছেন। এখানে তিন বারে মোট ৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছেন। অবশিষ্ট আছে মাত্র ১ কোটি ২০ লাখ ১৫ হাজার ৭২২ টাকা। গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত ঠিকাদারের দেখা মিলেনি। নেই কোন কাজের লোক। আর রাস্তা দিয়ে চলতে ফিরতে না পারার কষ্টে হ্যাঁ হুতাশ করছেন ওই অঞ্চলের ৫ গ্রামের বাসিন্দারা। ওই জনপদের পরমানন্দপুরের বাসিন্দা শিক্ষক বাহাউদ্দিন, মাজহারূল ইসলাম রেজা, নাদিম হোসেন (এলএলবি), খুছরূ মিয়া, ফতেহপুরের নবির হোসেন সর্দার, মো. ফরিদ মিয়া, বড়ইচারার মো. খায়রূল ইসলামসহ অনেকেই বলেন, আজ পর্যন্ত ঠিকাদার ইষ্টিমিটটি জন সমূখে আনলেন না। কিছু জায়গায় নিম্নমানের কয়েকটা ব্লক দেখেছি। কাজটিতে ইচ্ছেমত বিলম্ব করেছে। কেমন যেন একটা গা ছাড়া ভাব। সব মিলিয়ে গত এক বছরে ৩০ ভাগ কাজও হয়নি। সরজমিনে দেখলে সবকিছু পরিস্কার হয়ে যাবে। কিন্তু শুনেছি সব টাকা তুলে নিয়ে গেছে। অথচ রাস্তাটির অনেক জায়গায় এখনো পানি। অনেক জায়গায় টাচই করেনি ঠিকাদার। নুরূ রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দিয়ে লোকজনকে কৌশলে ভয় দেখাতো। গ্রামের ও উপজেলার কতিপয় টাউটকে টাকায় ম্যানেজ করে কাজ না করেই প্রায় ১৩ কোটি নিয়ে এখন লাপাত্তা। আমরা ওই ঠিকাদারের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে জনগণের রক্ত মাংশের টাকা ফেরৎ আনার দাবী জানাচ্ছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মাহমুদ বলেন, কাজের শুরূ থেকেই হাজারো অনিয়ম হচ্ছে। বাঁধা বা প্রতিবাদ করলেই রাষ্ট্রপতির ভাগিনা নুরূ সাহেব ক্ষমতার প্রভাবে হুমকি ধমকি দিতেন। চাঁদাদাবীর অভিযোগে মামলা দায়েরের ভয় দেখাতেন। আর সরাইলের ইঞ্জিনিয়াররা আমাদের উপর ক্ষুদ্ধ হতেন। স্থানীয় অনেক লোক ঠিকাদারের কাছে টাকা পাবেন। সামান্য কাজ হয়েছিল তাও পানিতে ভেসে গেছে। ঠিকাদার মো. নুরূল ইসলাম সরকার কাজে অনিয়মের সকল অভিযোগ অস্বীকার ও সাড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করার কথা স্বীকার করে বলেন, আমি পালিয়ে যায়নি। প্রটেকশনের কাজ শেষ। কিছু জায়গায় ব্লক বসিয়েছি। ব্লক তৈরীর কাজও শেষ। মাটি ফেলেছি সরে গেছে। সব মিলিয়ে ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। মাটি ও এইচবিবি’র কাজটি বাকি আছে। সময় এক্সেটেনশন করে নিব। পানি কমলেই কাজ শুরূ করব। অবশিষ্ট টাকায় বাকি কাজ করা যাবে।
দুটি কাজের তদারকি কর্মকর্তা সরাইল উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম মিয়া এখনো ৩০ ভাগ কাজ বাকি থাকা ও ঠিকাদার লাপাত্তা হওয়ার কথা স্বীকার করে বলেন, মাটি ভরাটের কাজটি শেষ হয়েছে। আমরা না, টাকা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া অফিস। ওঁদের প্রতিবেদন/প্রত্যয়নেই টাকা উঠার কথা স্বীকার করে বলেন ঠিকাদার এই পর্যন্ত কত বার ও মোট কত টাকা উত্তোলন করেছে তা ফাইল দেখে বলতে হবে। অবশিষ্ট টাকায় বাকি কাজ সম্পন্ন হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে নীরব থাকেন তদারকি কর্মকর্তা।