ঝিনাইদহের মহেশপুরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ ও ইসলামধর্মকে কটূক্তি করায় উপজেলা ওলামা ও ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মহেশপুর কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয় পরে বাসস্ট্যানে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ওলামা পরিষদের সভাপতি মুফতি আবদুস শুকুর আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা শাখার ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও: সরোয়ার হুসাইন, উপজেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাও ইব্রাহীম বিন মুসলিম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী রফিকুল ইসলাম বিন নুরী। সভায় আরো বক্তব্য রাখেন, ওলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতী নাজির আহম্মেদ, মাও: শেখ আসাদ, মাও: জিয়াউর রহমান, মাও: মুস্তফা কামাল, মুফতী সাইফুল্লাহ, মুফতী আবদুল মাজীদ প্রমুখ। বক্তারা আরও বলেন, ভারতের হিন্দু ধর্ম গুরু ও বিজেপি নেতা আমাদের প্রীয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে ভারতে ও বাংলাদেশে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার এক গভীর ষড়যন্ত করছে। কিন্তু সারাবিশ্বের মুসলমান জাঁতি এক হয়ে তা কখনো সফল হতে দিবে না বলে হুশিয়ারি দেয়।