কচুয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তাদের সাথে জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ এর গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামান, সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক শিক্ষক মো: আক্তার উদ্দিন শেখ সহ নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় তাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ভবকান্ত সাহা,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শেখ, সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ,মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের প্রভাষক নিরাময়ইন্দু হালদার, সোনাকুর আলীম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো: আবদুল আলী শেখ, শিক্ষক সুব্রত সাহা।