আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদ সহ মহানগরীর আওতাধীন সকল পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(২৯ সেপ্টেম্বর) রোববার সকাল সাড়ে ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম। এ সময় পুলিশ কমিশনার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মত এবারো রংপুর মেট্রোপলিটনের আওতাধীন প্রায় ১৬৪টি মণ্ডপে পূজা উৎযাপিত হবে। এ লক্ষ্যে পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। পূজা চলাকালে জুয়া, মাদক, ইভটিজিং-এর মত বিষয়গুলো যাতে না ঘটে সে বিষয়ে সজাক দৃষ্টি রাখতে হবে। মন্ডপগুলোতে পর্যাপ্ত লাইটিং-এর ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতাভূক্ত রাখতে হবে। পূজামন্ডপে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে। স্বেচ্ছাসেবকদের আইডি কার্ড প্রদান ও স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নম্বর সংরক্ষণ করতে হবে। এছাড়াও তিনি পূজাকালীন সময়ে যানযট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রাপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ডিসি হেডকোয়ার্টার ) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্টাচার্য্য,, বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন রংপুরের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, ইমরান আহমেদ, পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা কমিটির সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদ তাজহাট থানা কমিটির সভাপতি পলাশ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বর্মন, পুজা উদযাপন পরিষদ মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, পুজা উদযাপন পরিষদ হারাগাছ থানা কমিটির সভাপতি জজ্ঞেশ্বর রায়, সাধারণ সম্পাদক রণজিৎ রায়, পুজা উদযাপন পরিষদ পরশুরাম থানা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ফুল বাবু রায়, পুজা উদযাপন পরিষদ হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায় সহ রংপুর মেট্রোপলিটনের আওয়াতাধীন সকল থানার অফিসার ইনচার্জগণ।