কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের বাঁশ মহল প্রাঙ্গণে গত শনিবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ জামায়েত ইসলামের পৌর শাখার সভাপতি মোঃ আবদুল হকের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক রমজান আলী। আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মোঃ ইয়াকুত আলী, সাধারণ সম্পাদক ডা. মোবারক উল্লাহ, মোঃ মাকসুদ আলী, শামসুর রহমান রফিক. ডা. নূরুজ্জামান আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন বাজিতপুর ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ।