কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নের আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের মধ্যে ৩২ জন মহিলা ও ৩২ জন পুরুষদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণটি উপজেলার রামদী ইউপি পরিষদ চত্বরে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে বলে কুলিয়ারচর আনসার ভিডিপির কর্মকর্তা জিপা সুলতানা নিশ্চিত করেন। প্রশিক্ষক হিসেবে ৬৪ জন আসনার ভিডিপির সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন আসনার ভিডিপির প্রশিক্ষক নাঈমুর রহমান ও আমেনা আক্তার।