খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির উদ্যোগে বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। রোববার (বেলা ১১ টায়) রূপসা মহিলা কলেজ, দেবীপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নৈহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. আনোয়ার হোসেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুন অর রশিদ, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুম, রূপসা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বসির হায়দার পল্টু,প্যানেল চেয়ারম্যান লিপিকা রানী দাস, ইউপি সদস্য আবদুর রাজ্জাক, মো. মাসুম সরদার, রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপক কুমার দে, মো. আসাদুজ্জামান, অমিত ঘোস, প্রভাষক আবদুল মান্নান, আসাদুজ্জামান মিনা, শাহারাজ শাহীন হীরন, দেবীপুর নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপি'র সাবেক সদস্য শেখ জাহিদুল ইসলাম রবি, সহকারী শিক্ষক জগদীশচন্দ্র বিশ্বাস, সুব্রত কুমার শীল, মারুফ বিল্লাহ, রাশেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, সমাজ সেবক মো. আবু বক্কর মোল্লা, খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবদুল কাদের, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মো. খবীরুদ্দীন,নির্বাহী সদস্য হামিদুল হক, সদস্য খান মিজানুর রহমান,শাহরিয়ার হোসেন মানিক, শহীদুল্লাহ আল আজাদ প্রমূখ।