যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের পাড়া থেকে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ পিস্তল-গুলিগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে একজন চোরাকারবারি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বেনাপোলের সাদিপুর গ্রামের মাঠপাড়া পাকা রাস্তা ওপর অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র-গুলি ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই চোরাকারবারি। পরে সেখান থেকে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার করা পিস্তল ও গুলিগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।