ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির (সেপ্টেম্বর ২০২৪) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধার আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু,তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত আলী শরীফ,নগরকান্দা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মনোরঞ্জন বিশ্বাস, সাধারন সম্পাদক গৌতম ত্রিবেদী, সহ সভাপতি বিপুল কুমার রায়,সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
জন প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,
শিক্ষক,সাংবাদিক সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির নগরকান্দা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন আসন্ন দৃুর্গাপূজা অন্যান্য বছরের চেয়ে এবার আরো উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।