নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ দেখা দেয় শেয়ালের আনাগোনা। দল বেঁধে চলা ওই শেয়াল আক্রমণ করে প্রায় অর্ধশতাধিক লোককে। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় শেয়াল কামড়ের।এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আবদুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮),সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮),বেলাল হোসেন (৫০),শিশু রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮)। আহতের বাড়ি জাকিরগঞ্জ বাজার সংলগ্ন মেম্বারপাড়া, কৈপাড়া, বাহারপাড়া,সরকারপাড়া,হাজীপাড়া ও গুচ্ছগ্রামে। এরা সকলেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।
সরকারপাড়ার স্কুল শিক্ষক নূর মোহাম্মদ জানান, সন্ধ্যার পর থেকে একদল শেয়াল এলাকার রাস্তায় চলাচলকারী মানুষকে কামড় দিচ্ছে। সাথে ওই শেয়াল দল বাড়িতে ঢুকে শিশু-গৃহবধূদেরও কামড় দেয়। এ সময় শেয়ালের কামড়ে ৬টি গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। বর্তমানে শেয়ালের আতঙ্কে মানুষ লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছে। এ সময় গ্রামবাসীর লাঠির আঘাতে একটি শেয়াল মারা গেছে।
জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী জানান, রাত ৮টার দিকে শেয়ালের কামড়ে আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু, বৃদ্ধ ও গৃহবধূ রয়েছে। তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম শাহ জানান, প্রত্যন্ত গ্রামে শেয়ালের কামড়ের ঘটনা ঘটেছে। তিনি জানান,ওই গ্রাম থেকে জেলা সদরের দুরত্ব ১৫ কিলোমিটারের বেশি। তাই আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। তবে তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।