নীলফামারীর সৈয়দপুরে চলাচলের রাস্তায় বালুর স্তুপ জমিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে ওই বালু বিক্রি করা হচ্ছে বিভিন্ন লোকজনের কাছে। আর ওই বালু বহন করার কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর।
এতে করে একদিকে যেমন রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ অপরপাশে ক্লাশের সময় হারাচ্ছে শিক্ষার্থীরা। এর সাথে দ্রুত সময়ে নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা।
এ অবস্থা সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে চলে আসলেও দায়িত্বে থাকা কর্তাদের যেন কোন মাথা ব্যথা নেই।
বিশেষ করে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর সামনে বিরাজ করছে বালুর স্তুপ। দীর্ঘদিন থেকে রাস্তার ওপর বালু রেখে তা বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় ওই পথে প্রায়ই সময় ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। শিক্ষক আলমগীর সরকার জানান ওই পথে আদর্শ স্কুল এ- কলেজের কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে। কোন কোন সময় ট্রাক্টরের বালু লোড ও আনলোড করার সময় জটলার সৃষ্টি হয়। লেগে থাকে যানজট। সে ক্ষেত্রে আটকা পড়ে ক্লাস সময় চলে যায় শিক্ষার্থীদের।
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান জানান,এলাকার কতিপয় ব্যক্তি রাস্তায় বালু রেখে ব্যবসা করছে।
আমি বেশ কয়েক বার তাদেরকে বালু না রাখার জন্য অনুরোধ করেছি। তারা আমার কোন কথাই কর্ণপাত করেননি।
তাদের এ ধরনের কাজে একদিকে নষ্ট হচ্ছে সদ্যনির্মিত রাস্তা অপরপাশে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ পথচারীরা। তাই রাস্তায় বালু লোড আনলোড বন্ধের দাবি জানাচ্ছি।