১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নওগাঁর পোরশা এলাকায় নেতৃত্বদানকারী বীরমুক্তিযোদ্ধা ডাঃ আবদুল খালেক শাহ্ (৯০)কে রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার শিশা গ্রামের মৃত আবদুল গফুর শাহ্ এর ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি শুক্রবার দুপুরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, এক মেয়ে তিন ছেলে, নাতিনাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরে শনিবার জোহরের নামাজের পরে রাস্ট্রীয় মর্য়দা প্রদান ও জানাজা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় ইউএনও মো: আরিফ আদনান, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, নিয়ামতপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট জামান, সাপাহারের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মহাদেবপুরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, তার মৃত্যতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।