কক্সবাজারের রামুতে কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় ২ সপ্তাহ পার হলেও এখনো জড়িতদের আটক করেনি পুলিশ। হামলাকারিরা উল্টো মামলা প্রত্যাহারের জন্য ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকী দিচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিন্নিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত তরিকা হাসনাত ওই এলাকার কৃষক আবু ছিদ্দিকের মেয়ে এবং নাইক্ষ্যংছড়ি হাজ্বী এম,এ কালাম ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী।
তরিকা হাসনাত এর বাবা আবু ছিদ্দিক জানিয়েছেন- বাড়ির পাশর্^বর্তী জমি নিয়ে বিরোধের জেরে মো. ইসহাকের ছেলে মো. ইউনুচ, মো. ইসলামের ছেলে হামিদ আলম, মৃত ফরুখ আহমদের ছেলে মো. ইসহাক ও মো. ইসলামের ছেলে সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে এবং তার স্ত্রী হালেছা বেগমের উপর হামলা চালায়। এ সময় হামলাকারিদের কবল থেকে রক্ষায় এগিয়ে আসা তার কলেজ পড়ুয়া মেয়ে তরিকা হাসনাতকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে হামলাকারিরা। এ ঘটনার পর গুরুতর আহত তরিকা হাসনাতকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রামু থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন- হামলার শিকার কলেজছাত্রী তরিকা হাসনাত। তবে মামলা করার ১ সপ্তাহ পার হলেও এখনো জড়িতদের আটক করেনি পুলিশ। পুলিশের নীরবতার সুযোগে হামলাকারিরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত তাদের হুমকী ধমকি দিচ্ছে। এ কারণে তারা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া জানিয়েছেন- মামলার পর থেকে আসামীদের আটকের চেষ্টা চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।