নাটোরের লালপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার গোপালপুর পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে লালপুর কলেজ মোড়ে এলাকার একটি চা ষ্টলে চা খাওয়া অবস্থায় ৮/৯ জন যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে লালপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর হামলা চালায়।
তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয় নেতা কর্মীরা তাদের প্রতিহত করলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় আশপাশের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সেনা বাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
শনিবার বিকেলে লালপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু) উপর হামলার প্রতিবাদে উপজেলার গোপালপুর পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে নেতা কর্মীরা লালপুর হল মোড় থেকে খন্ড খন্ড বিশাল মিছিলের বহর নিয়ে লালপুর পাবলিক লাইব্রেরী হয়ে লালপুর কলেজ মোড় - লালপুর থানা মোড় প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহীনি চত্বরে সমবেত হয়।
সমাবেশে ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু, এ্যাড: ফিরোজ হোসেন, আনোয়ারুল ইসলাম, আশিকুর রহমান মুক্তি, রফিকুল ইসলাম, আবদুল বারী, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, বাপ্পী, রায়হান কবির সুইট, আবু রায়হান, হাবিবুল বাশার সুমন প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যূবদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা হারুনার রশিদ (পাপ্পু) উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য - এ ঘটনায় হারুনার রশিদ (পাপ্পু) বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় হারুনার রশিদ (পাপ্পু) বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।