আসন্ন অক্টোবরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দল। সিরিজকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত সূচি। বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে লঙ্কানরা। নিউজিল্যান্ড সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৩ অক্টোবর মাঠে গড়াবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১৫ এবং ১৭ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে ডাম্বুলায়। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল নামবে ওয়ানডের লড়াইয়ে। ২০ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ এবং ২৬ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ক্যান্ডিতে। সম্প্রতি বেশ ভালো ছন্দে আছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে ভারতকে। এরপর ইংল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজে জিতেছে একটি ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও রয়েছে দারুণ ছন্দে। দুই দলের মাঝে শক্তির পার্থক্যটাও অত বেশি নয়। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩১ জয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয় ৩০টি। টি-টোয়েন্টিতে অবশ্য কিছুটা এগিয়ে আছে লঙ্কানরা। শ্রীলঙ্কার ৮ জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ ম্যাচ। ফলে জমজমাট এক সিরিজ হবে বলেই আশা করা যাচ্ছে।
একনজরে সিরিজের সূচি :
টি-টোয়েন্টি সিরিজ :
প্রথম টি-টোয়েন্টি : ১৩ অক্টোবর, ডাম্বুলা। দ্বিতীয় টি-টোয়েন্টি : ১৫ অক্টোবর, ডাম্বুলা। তৃতীয় টি-টোয়েন্টি : ১৭ অক্টোবর, ডাম্বুলা।
ওয়ানডে সিরিজ :
প্রথম ওয়ানডে : ২০ অক্টোবর, ক্যান্ডি। দ্বিতীয় ওয়ানডে : ২৩ অক্টোবর, ক্যান্ডি। তৃতীয় ওয়ানডে : ২৬ অক্টোবর, ক্যান্ডি।