দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের আহবানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এ সমাবেশে যোগদান করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ সময় সেনহাটি ইউনিয়নের পথের বাজার চৌরাস্তার মোড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি আহমাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা জামিরুল ইসলাম, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা জিয়াউল হক, মাওলানা মিনারুল ইসলাম, মুফতি ইয়াকুব আলী, মুফতী ফরিদ উদ্দিন, মুফতি রাসেল, মাওলানা গোলাম রহমান প্রমুখ।