রাজশাহীর বানেশ্বরে তিন উপজেলার ওয়ার্ড পর্যায়ের আমীর, সভাপতি সেক্রেটারিদের নিয়ে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পুঠিয়া বানেশ্বর ইসলামিয়া উ”চ বিদ্যালয় হল রুমে জামায়াতে ইসলামি বাংলাদেশ রাজশাহী পূর্ব জেলা শাখার উদ্যোগে দুর্গাপুর, পুঠিয়া ও বাঘা উপজেলার ওয়ার্ড আমীর/সভাপতি- সেক্রেটারিদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা আমীর জনাব রেজাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।
রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল সহকারী পরিচালক জনাব অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও রাজশাহী জেলা পশ্চিম -এর সাবেক জেলা আমীর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম।
সম্মেলনে রাজশাহী জেলার চারঘাট, দুর্গাপুর, বাঘা ও পুঠিয়া উপজেলার প্রায় সাড়ে তিনশত ওয়ার্ড সংগঠনের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।