নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮সেপ্টেম্বর) বিকেলে এম টি আই বহুমুখী সমবায় ক্লাব মিঠাপুরের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নড়াইল আর এন এম ফুটবল একাদশ ও মাগুরা এ এস এম ফুটবল একাদশ পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় এক এক গোলে সমতায় আসায় ট্রাইবেকারের মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে মাগুরা এ এস এম ফুটবল একাদশ ৫-৪ গোলে নড়াইল আর এন এম ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
এম টি আই বহুমুখী সমবায় ক্লাব মিঠাপুরের আয়োজনে ইটালিয়ান সিটিজেন মো: তরিকুল ইসলামের ব্যবস্থাপনায় ৪ দলীয় লীগ পর্বের এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তাজুল ইসলাম, এফতে খায়রুল পিকুল, মো: হেমায়েত হোসেন মোল্যা, মো: শরিফুল ইসলাম, মো: সাদ্দাম হোসেন, মো: জহুর মোল্যা, মো: জাহাঙ্গীর বিশ্বাস, মো: মশিউর রহমান, মো: আহাদ বিশ্বাস প্রমুখ।