ভারতে হযরত মুহাম্মাদ (সা:) এবং ইসলাম ধর্মকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক কটূক্তি এবং মুসলিমদের উপর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর রূপসা উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এ- রিসার্চ ইনস্টিটিউট (উওঝজও) এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি
পূর্ব রূপসা বাজার চত্বর থেকে শুরু করে রেল স্টেশন হয়ে বাজার প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় ঘুরে পূর্ব রূপসা ঘাট এলাকায় গিয়ে পথসভার মাধ্যেমে শেষ হয়।
উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এ- রিসার্চ ইনস্টিটিউট এর যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অপূর্ব'র পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন, হাফেজ মুহাম্মাদ মুসা, হাফেজ মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শেখ ইলিয়াস হোসেন হারা, উপজেলা দুর্ব্বার ইসলামিক সোসাইটি এ- রিসার্স ইনস্টিটিউট এর যুগ্ম আহ্বায়ক মুরশিদুর রহমান তাসিম, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইসরাইল শেখ, ইব্রাহিম মিঠুন, মো. হায়দার আলী, আব্দুল্লাহ আল-মামুন, মো. মোরশেদ, আশিকুর রহমান অপু, আবদুল কাদের নোমান, জুনায়েদ আহমেদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।