বখাটের হাত থেকে নিজেকে রক্ষা করতে পুরুষাঙ্গে আঘাত করেছে এক নারী। ওই বখাটে যুবককে এলাকাবাসী আটক করে শনিবার সকালে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোজাম্মেল আকনের বখাটে ছেলে শাওন আকন (২৫) ও তার সহযোগি শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের সেকেন্দার বালীর ছেলে মামুন বালী (৩৫) শুক্রবার দিবাগত গভীর রাতে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদ ফারুকীর ভাড়াটিয়ার টিনের ঘরে হানা দিয়ে দরজা ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে শাওন ভীতরে প্রবেশ করে একাকী ঘরে থাকা গৃহবধূকে ধর্ষণের জন্য পুরুষাঙ্গ বের করে। কৌশলে ভূক্তভোগী গৃহবধূ ধারালো বটি দিয়ে শাওনের পুরুষাঙ্গে আঘাত করে ডাকচিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে বখাটে শাওনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।