বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সহকারী শিক্ষক এইচ এম মাসুদ হাওলাদারকে আহ্বায়ক ও অনিমেষ হালদারকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার সকালে মজিদবাড়ি সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মৃনাল কান্তি বাড়ৈ, ফারহানা খানম, শারমিন আলম, মনজুর আহমেদ, অবনী ওঝা, দোলা বাড়ৈ, সাহিদা আক্তার, নুর আলম, সুখদেব মল্লিক প্রমুখ।
সভায় আগৈলঝাড়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ও জেলা কমিটির অনুমতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপস্থিত সকলের মতামত, প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।