বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিলেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের মো. মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার দিবাগত গভীর রাতে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়াটিয়ার বাসায় হানা দিয়ে দরজা খুলে এক নারী ঘরের রুমে ঢোকে। শাওন আকন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করলে তার পুরুষাঙ্গ কর্তন করে দেয়। শাওন আকনের পুরুষাঙ্গের রক্তাক্ত জখম দেখে তার সাথে থাকা মামুন বালী পালিয়ে যায়।
এ বিষয়ে স্থারীয় বজলুর রহমান, শাহাদৎ ও সোহেলে পাই জানান, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা ডাকচিৎকারশুনে অভিযুক্ত শাওনকে এলাকাবাসী আটক করে পুলিশের সোপর্দ করি।
ভুক্তভুগি ওই নারী বলেন, শাওন আকন ও মামুন বালী আমাকে বিভিন্নসময় কুপ্রস্তাপ দিতো। শুক্রবার দিবাগত গভীর রাতে আমার দরজা ধাক্কালে আমি দরজাখুলি। তারা আমার রুমে ঢুকে পর্ েএরপরে শাওন আকন আমাকে ধর্ষণের চেষ্টা কারে। আমি তখন কাছে থাকা বটিদিয়ে তার লিঙ্গ ধরে কার্তন করেদেই। এরপরে ডাকচিৎকার করলে স্থানীয়রা আসে। শাওনকে এলাকাবাসী আটক করে থানা পুলিশকে খবদিলে পুলিশ আসলে তাকে থানয় নিয়ে যায়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে। শাওনের চিকিৎসা দেয়াহয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।